আবার এলে বরিষা
কথা রাখবে বলেছিলে
জীমৃত থেকে ধার করে
প্রেম দিবে বলেছিলে।
আমি ঠায় দাঁড়িয়ে
শোকার্ত আকাশের তলে
প্রবল বর্ষণে ভিজেই চলেছি
তুমি কথা রাখবে বলে।
জানি ভুলে গেছ
ভুলে করা অঙ্গীকার
প্রমত্ত হয়েছিনু বলে
মন ভুলাতে করা স্বীকার।
বুঝেও অবুঝ প্রাণ
নিরবধি পথ চেয়ে রয়
প্রিয়তমার চিবুকের তিল
ফের যদি কথা হয়।
এখনো এলে বরিষা
দুটি চোখ ভিজে যায়
যত্নে রাখা আংটি ভেজে
অনামিকার অপেক্ষায়।