পূর্ণিমার চাঁদটাকে কলংকিত করে কি পেয়েছিস জানোয়ার?
তোর পিতারে নামালি পশুর কাতারে
কাঁদছে যে তোর মায়ের উদর।
তোমরা কেউ ধর্ষকেরে পুরুষ বোলো না
তোমরা কেউ ধর্ষকেরে মানুষ বোলো না।
ওদের টানে যে পুরুষের কাতারে, আমি নপুংসক বলি তারে
ওদের টানে যে মানুষের কাতারে, আমি অমানুষ বলি তারে।
ধর্ষণের পক্ষে যে নারীর পোশাক খোঁজ়ে
কুকুর,বিড়াল উলঙ্গ আছে,কেন বসে আছিস লাজে?
ওদের থেকে নিজেদের উৎকৃষ্ট ভেবেছিস
ভুল ভেবেছিস চতুষ্পদীর দল,
তোদের রাক্ষুসে ক্ষুধা মেটানোর ব্যবস্থা আছে ওদের শরীরে
শুধু কাছে গিয়ে দেখ কুকুর,বিড়াল তোদের মুখে থুথু ছিটিয়ে দেবে।
পূর্ণিমার চাঁদটাকে তোরা রক্তাক্ত করেছিস
যে পেট দেখে তোদের পশুত্ব জেগে ওঠে
ঠিক সেখানেই মাতৃগর্ভে তোদের ধারণ করেছে এক মা।
আপন গর্ভে বেড়ে উঠছে জানোয়ার
জানলে পরে কাঁচা আনারস খেয়ে গর্ভপাত করত সেই মা
জানলে পরে বুকের দুধের বদলে বিষ তুলে দিত সেই মা।
এক মা,এক অভাগা নারী পুত্রজ্ঞানে লালন করেছে যারে
নাড়ী ছিঁড়ে ধরায় এনেছে যারে
তোরা সেই মায়ের বিশ্বাসটুকু রাখলি না?
মানবীর গর্ভে জন্মালে কী হবে
জানোয়ার কখনো মানুষ হতে পারে না।