কী সূর্য কী চন্দ্র
তোয়াক্কা করিনি বলেই
নিস্তব্ধতার মাঝে কোলাহল শুনতে পেয়েছি,
তেতো গিলে মধু উগরে দিয়েছি
শেষে এসে পেলাম বিষক্রিয়ার স্বাদ
তাই বলেই কি আমি উন্মাদ?
যত্নে রাখা ভারী তালপাতার পাখাটাও আজ বড্ড হাল্কা
শ্যাওলা জমে বুড়ো হয়ে গেছে পুকুরঘাট-
সেখানে বসেই 'বন্ধু' নামে ডেকে ওঠে একজন!
স্মৃতি হাতড়ে বেড়াই, কবে? কখন?
কস্মিনকালেও কি এ সম্ভব?
অথচ সত্যকেই আজ মিথ্যা বলে মনে
পার্থক্য শুধু কালের পরিক্রমায়।
চতুর্দিক অথৈ সমুদ্র
ডুবে গেলেও ভালো হত
অযথাই নিথর হয়ে ভেসে আছি।