কোন কালে যে সুখের তরে
মুমূর্ষু হবার আনন্দে ছিলাম
আজ তা তুচ্ছ,অতি তুচ্ছ।
আজ যে সুখের বাতাসে উড়ি
হয়ত স্রোতের টানে,উজানে
কোনদিন তুচ্ছ,অতি তুচ্ছ হয়ে যাবে।
সহজেই ভুলে যাব কঠিন বন্ধনে-
আবদ্ধ সম্পর্কের মায়াজাল
আজ যেমন ভুলে গেছি
মায়ের কোল,পিতার কাঁধ
কাল তেমন ভুলে যাব
বর্তমান,স্ত্রী-সন্তান।
আমার জন্য আলাদা
কিছু থাকবে না যেদিন
সেদিন আমি সবই ভুলে যাব।
কেউ অবাক হবে না
কেউ দুঃখ পাবে না
কেউ কাঁদবে না
কেউ হাসবে না
অথচ একদিন আমার কান্নায়
কতজন হেসেছিল
আমার অভিমানে,কতজন কেঁদেছিল।
সবাই ভুলে যাবে
সাময়িক সুখ-দুঃখ।
স্মৃতির পাতা থেকে
সবকিছু মুছে দিয়ে
একদিন ইচ্ছে করেই
আমিও সবকিছু ভুলে যাব।