এসো উড়ি
অনাবিল আনন্দে ভালোবেসে,
অসীম আকাশ পাড়ি দিয়ে উড়ি।
অন্তহীন প্রাণে দুঃখ নেই
শিশির ভেজা ঘাসে আনন্দে ভেঙে পড়ি।
রাত নীলাম্বরী,
তারায় তারায় হারিয়ে
বিষাদ চোখে যেন প্রেমেই ভাসছি।
সবার মাঝে বাতাস হয়েছে যেন কামুক
ভাবছি,
আনমনে সবার মাঝে একাই ভাবছি
নূপুরের শব্দে এবার বৃষ্টি নামুক।
বৃষ্টির ঘ্রাণে উন্মাতাল হৃদয়ের অন্তপ্রাণ
বেলা শেষে জীবন রেখেছি বাজী
একফালি জ্যোৎস্নায় স্বর্গের সুখে কোলে তুলে নিয়েছে প্রেয়সী,
সেই তৃষ্ণা, সেই কলতান শূন্য দৃষ্টিতে ধাবমান।
সুবাসিতার অতলে রাত নির্জন,
জাগরণ শেষে সুখের প্রদীপ;
রুপোর সিঞ্চনে ছোট্ট প্রহরে চোখ ধাঁধানো আলোর ঝিলিক।
রংধনুটার অনুপস্থিতি আমাকে কাঁদায়
হৃদয়ে বেদনা জাগায়,
প্রাপ্তির নীরব প্রত্যাশায়।
কান্নাভরা হিংস্রতায় হৃদয় হয়েছে ক্ষত বিক্ষত
শান্তির নীড়ে রেখেছি গোলাপ।
চেয়ে দ্যাখো,
ওই বহুদূরে!
মুক্ত ঝরানো হাসির মতো চলেছে অনেক তারা।
তাকিয়ে দ্যাখো,
আমার দু-নয়নের স্বপ্ন গুলো।
আমি আঁধার চাই না!
আমি পূর্ণিমা রাতের চাঁদ চাই, বৃষ্টি চাই
তাইতো আমি আঘাতের পরেও শীতল স্পর্শে ভালোবেসে যায়।