খোলা আকাশে নীল দিগন্তে পাড়ি দেওয়া মেঘকে দেখে দেখে
আমারও হাওয়ায় ভাসতে ইচ্ছে করে -
এঁকে দেওয়া সীমানার বাইরে, যে পারে না মেঘেদের কর্তৃত্ব নিতে।
ইচ্ছে করে শিশির হয়ে সবুজের ঘাসে, রঙ-বেরঙের মাটির সাথে মিশে
কর্তৃত্বের ধরা বাধা পরাধীন নিয়মের তোয়াক্কা না করে
মগজের সৃষ্টিশীলতাকে রেহাই দিয়ে,
সোনার শেকল পরার লোভ সামলানোর ভয় না রাখা মনে
স্বাধীনতার সুখ চুষে-চুমে ঘুমিয়ে মেঘের মত মহাকাল সমুদ্রসীমা পাড়ি দিতে।
@কল্লোল
মার্চ ২৬, ২০১৯