তোমার মস্তক তাজে
শক্তির আধাঁর নাচে।

সূর্যরশ্মি আছড়ে পড়ে
ঢেউর মত সমুদ্র পাড়ে।

বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপে
আদি শক্তি প্রতাপে।

মুহূর্ত মহাকাল স্রোতে
চেতনায় তুমি আমাতে।


কথাঃ
©কল্লোল
১৮/০৩/২০১৯