সুখী জীবনের সুখ খোজ
মধ্য রাতে জোছনায় ভিজ।
নরম বিছানা শীতল রুম
বাক্স বন্ধী জীবনী দম।
সুখ সে অলীক কে বলে
মন তুমি চলো আপন বেগে।
সমুদ্র পাহাড় নীল আকাশ
বৃষ্টিফোটা কাদা গন্ধ বাতাস।
পার হও ছোট ক্ষুদ্র জীবন
মহাকাল মাঝে স্বাদ আস্বাদন।
©কল্লোল
পূর্ব রাজাবাজার
২৩/০১/২০১৮, ২২:০০