রক্ত আমার শক্ত জমাট,হ্রদয়ের হাতিয়ার।
সহ্য তব শত আঘাতের, অন্যায় আব্দার।

সৈনিক তারা তোমার ঘরে,লেলিয়েছো আমার পরে।
তবে এবার আর ভূতের ভয় না ধরে আমারে।  

তারাতো  সৈনিক ছিল, এল কাতারে কাতারে,
রে রে ক রে ছুটে এসে কলারটা দিল ধরে।
পাথর দিয়ে থেতলে দিল আমাদের মাথা,
পরিবহদের সাথে ছিলাম, আছি গো দাদা।

সেই সৈনিকদের জেলে পাঠাতে তোমার বুক কাপে,
আর আমাদের জন্য তোমার মনে পদবী সন্ধি আকে।

আমাদের কপালে শুধুই হুমকি আর তিরস্কার,
সৈন্য দিয়ে যে চলবে তোমার মসনদের অধিকার।

আমাদের ধর্ম থেকে যদি আমরা একটু  টলি,
টলাতে পারি এদুনিয়া, এমনই শিক্ষার ছড়ি।

মানুষের দুঃখ কষ্টে আমাদেরও প্রান কাদে,
তবে কেন বাধ্য করেছো, এমন "প্রতিজ্ঞা"টাকে।