অপেক্ষারত চোখে আজো তোমার স্বপ্ন চাহিদা,
অহেতুক বীরত্বে প্রদর্শনীতে ছিল না অনীহা।

হারিনি আমি তোমার তুলাদণ্ডের মাপে,
হারিয়েছিলে তুমি আমাকে আপন অহংকারের কাছে।

চাহিনায় আমি ভিক্ষা, চাহিনায় কোন সহানুভূতি,
সহ্য করে সকল দুঃক্ষ, শক্ত হয়ে মেনেছি নিয়তি।

কিন্তু তবু শেষ হয় নাই তোমার অপেক্ষা,
জন্মজন্মান্তরে!