আমি নারী আধুনিকা, সহ্য নহে মোর সহায়িকা,
তবুও তো আমি নারী-শরীর, নহি নর না বির্হঙ্গলা।

আমাকে আজও উলঙ্গ করা হ্য় রাস্তায়,
অথবা, কাজে লাগান হয় ব্যবসায়।

আমার নেই অধিকার রাতে বাইরে যাবার,
রাস্তায় আছে পশু আমাকে ধরে, খাবার।

আবার এই আমিই দেবী রূপে হই পূজিত,
আবার সুযোগ পেলেই নানাভাবে লজ্জিত।

আমি মা , আমি বোন , আমি স্ত্রী
আবার সেই আমিই কিনা নীচ কলঙ্কিনী?

কখন আমি দামিনী, কখন আমি নির্ভয়ার আকারে,
সাদৃশ্য একটাই পরিচয় "নিগ্রহের শিকার"-এ।

-তাং ৩১/০৫/১৭ (বুধবার)