বাস্তব আর অবাস্তবের মাঝে সীমাহীন তফাৎ,
মন তবুও উড়তে চায়, না করে নিখুত পরিমাপ।

আমীরজাদা অলীক ভাবুক পথশিশুর হাসি,
সুখের পরিভাষা স্বপ্ন যেথাই ধুকছে গরীব চাষী।

নতুন রাজার নতুন রাজে নাকি চাষীরা অগ্রগন্য,
চাষীর ঘরে দুমুঠো চাল তবেই না রাজা ধন্য?

তবু ফকির স্বপ্নে রাজার চাল,ফুটো ঘরের চালে,
স্বপ্ন ভাঁঙায় বৃষ্টির জল, ফেরে নিজের হালে।

চাষী আজও দেয় বলিদান বছরে বারো হাজার,
তবু কেউ নেয় না নিজের কাঁধে একটিও দায়-ভার।

জয় জোয়ান - জয় কিশান আজ "সীমাহীন পাগলামী",
রাজনীতির কস্টিপাথরে দুজনই নিতান্ত অদামী।

-তাং ২৮/০৫/১ (রবিবার)