দেখ বিশ্ব-এর দুই ধর্মশক্তি কেমন মিলেছে মিলন খেলায়,
আজ খুশীর ঈদে, কালকে মানবিক রথের মেলায়।
বিভেদেই তো চলে রাজনীতির ব্যবসা,
ভোটের বাজারে বিকবেনা সৃষ্টিকৃত হিংসা।
ভোটের খিদেই এমন খিদে,সং সাজতে ক্ষতি নাই,
ভোটের জন্য দিতে পারি, অমানবিকতার দোহাই।
আজ এই কুচক্রীরা না থাকলে মিলিতাম মোরা আগে,
প্রকৃত শিক্ষিতের মনে কি সহজে হিংসার আগুন জাগে?
আজ দুইসমাজই সম্মান দেয় একে অপরকে,
নিস্পত্তি করে ক্ষোভ ও বিবাদ যুক্তি-তর্কে।
আজ শিক্ষিত মুসলিম না করে হিংসার জিহাদ,
শিক্ষিত হিন্দু বলে, গোরক্ষার নামে মানুষ মারাও পাপ।
আজি খুশীর দিনে রাখি কবিতায় এটাই প্রার্থনা,
নিজ সমাজে দিন নাসিহত, হিংসাতে "না"।