ভালবাসা আসে বসন্তের মত চারিদিক রাঙিয়ে,
নিয়ে চলে যায় অনেক কিছু ভাঙিয়ে।

রাতের ঘুমটাকে  কেড়ে,স্বপ্নটাকে নেড়ে।
অনেক বারই যাই যে নিজের কাছে হেরে।

বিস্মিত হই দেখে নিজের আদব,
আনমনা রই,  ভাবে অনেকে বেয়াদব।

কবিতায় লীন হয়ে, ভাবি তোমার কথা,
মনের রং তুলি  দিয়ে আকি, অব্যক্ত ব্যথা।

ভালবাসা নাকি আসে ঝড়ের মত,
ভেঙে দেয় মনের বাঁধন যত।

তবু বাঁধন ছাড়া ভালবাসা আসুক শতবার,
তাও, না রেখে স্থান কাল পাত্রের অধিকার?
অগত্যা সব চিন্তাই বেকার।

বি:দ্র: - প্রিয় কবি সুদীপ কুমার ঘোষের(চোখের বালি) কমেন্ট বক্সে লেখা এই কবিতা খানি। যদিও সামান্য পরিবর্তন করা হ ল শেষ লাইন দুটিতে।প্রয়াসটি প্রিয় কবি সঞ্জয় কর্মকার মহাশয়ের অনুপ্রেরণার ফল।