আজ সেই দিন, এলো আবার ফিরে
শত লাঞ্চনা কাছেও মাথা না হেরে,
"রথ" দেখা আর কলা বেচা দুটোই হবে তাই,
আজ রথের দিনে সেটাই মনে করায় ভাই।
আজ থেকে শত বছর দূরে কবি লিখেছিলেন,
"স্বদেশের ঠাকুর ছাড়ি, বিদেশের কুকুর ধরি",
আর আমরা বাঙালি অনুসরণে তাতেই আহামরি।
প্রাচাত্য জগত যখন বেদের অনুযায়ী,
বাঙালি তখন, আসক্ত বিদেশি পরিযায়ী,
রোমানিয়া থাকাকালীন করি অনুধাবন ,
বুখারেস্টের রথেমেলায় মানব মহামিলন।
আজ এই পূন্য লগনে সবারে আহবান,
মানবতার এই মহামিলনে, মনুষত্বই মহান,
রথ তাই উতসব নয়, যেন মিলন মেলা,
বড় ছোট ভেদাভেদ ছেড়ে, আনন্দবেলা।