নিত্য রাতে শয্যাসায়ী নিসিদ্ধার বিরাগে,
রোজ খোদিত উচ্চবিত্ত বাবুর সোহাগে।
সমৃদ্ধির শক্তিসেলে কর্মযোগীর বৃত্তি,
সীমা ধার্যমাণ অভিব্যক্তির সমাপ্তি।
স্বাধীনতার প্রাকালেতে সৃষ্টকৃত পরাধীনতার গ্লানি,
সমাজে প্রতিষ্টিত আজ তারাই, পূর্বে করেছে রক্তের হানাহানি।
তুমি কি রোজ আসো যে বেয়ারা চেয়ারটা এগোবে,
দেখ, কালকের খোকন কেমন আজেকের খোকাবাবুর সাজে।
বিদ্যাবুদ্ধি হয় না দরকার, আজকের বাবুগিরি,
এলেম থাকতে হয়, করতে দাদাগিরি।
তার পরেও তাছিল্য জোটে যখন বরাতে,
ভিত্যরা পেটের দায়ে ব্যস্ত তোয়াজে।
সুরাহা ক্রদন করে, সেই বস্তির গলির মোরে,
কুপিয়ে মহান হয়েছেন তিনি, তিন বাচ্চার বাবারে।
অপরাধ এটাই ছিল, সাক্ষ্য দাদার কেসে,
পারেননি বদলাতে নিজেকে শামুকের ভেশে।
এরপরেই কৃপাময় হলেন দাদা,
গন্যমান্য হয়ে উঠলেন কালকের হাদা।
হায়! এ ধরার একি অন্ধ বিচার,
শত দোষী ছাড়া পায়, আইন নির্বিকার।