শহুরে সংকেতে ভরা জীবনে হারিয়েছে সহজ বিশ্বাস,
রাস্তায় ট্রাফিক সিগন্যাল আর ঘরে চলে গুঞ্জনের ফিস-ফাস।
কংক্রিটের খাচায়, মন খুলে কথা বা গানে আসে বাধা,
কিন্তু, বন্য পাগল মন, মানে না কোন সংকেতের ধাধা।
হরেক রকম সংকেতে মাথা ঝিমঝিম।
শহরের জায়গা বিশেষে সংকেত কিল-বিল।
আজ সংকেতের মাঝে হারিয়েছে অনাবিল দিলখুস হাসি,
সংকেতের তোরে শহরের ভীড়ে ষড়যন্ত্র বেড়ে চলেছে রাশি-রাশি।
- তাং ১/৬/১৭