সহস্র নাগের বিষাক্ত নিশ্বাসে, কলুসীত পরিবেশে আমার বাস।
তোমার ঘ্রানেন্দ্রীয় সজাগ আমার প্রতিটি ক্রিয়াকলাপে,
আগ্রহের শেষ নেই তোমার খর্ব ক্র্ন লতিকারও।
ক্রর লোভাতুর দৃষ্টি, ছিড়ে খেতে চাই সবটুকু,
বন্যবৃত্তিতেই তার প্রশান্তি,
যেন কতকালের প্রতিশোধ নেওয়া বাকি।
আর আমার কথা ভেবে লজ্জা হয় তোমাদের ?
কি করে হবে, আমিতো সর্বংসহা!

আমারও পরিবার ছিল, আত্মীয়-স্বজন সবাই,
বিশ্বাস করেছিলাম তোমাই,
স্ব্প্ন দেখিয়েছিলে তুমি,
বুঝিনি সেদিন, এসব তোমার ছল,
তুমি ও ওদের মধ্যে তফাত এইটুকু,
তোমার নামটা মনে পরে মাঝে-মাঝে।
অন্যয় একটাই, আমি নারী,
আমি সবই সইতে পারি।

তোমাদের স্ংবাদপত্র যেদিন দেখাল আমায়,
তুমি মনে গেঁথে নিলে আমার নাম, চেহারা।
পুলিস যেদিন গাল-মন্দ করলে,
নিয়ে গেলে আমায় বাবার কাছে,
যেমন নিয়ে গেছিলে তুমি ওদের কাছে,
সেদিন আমার দাম ছিল,
তাই কেনা হয়েছিল আমায়,
আজ হল না।
আমার কথা ভেবে তোমার কি লাভ,
আমিতো সর্বংসহা!
    
-তাং ৪/৭/১৭ (সোমবার)