সময়ের চাকা বয়ে চলে যায়,
কপোতেরা বসে থাকে শান্ত কুলায়।

সুখ-দঃখে প্রবাহিত সংসার-জীবন,
ধীরে ধীরে দূরে সরে আপন-জন।

পরিভাষা বদলায় প্রিয়জনের,
অচেনা দখল করে জায়গা স্বজনের।

চাহিদা পরির্বতিত হয় মানবকুলের,
স্রষ্টা যেন খেলা করে কালচক্রের।

বংশ পরম্পরায় কালের আর্বতন,
সময় সাক্ষী , ডারউইনের বির্বতন।

পরির্বতনের ধারা সর্বস্ব যায় ছুয়ে,
পোষাকে,আহারে,চিন্তা-বিচারে।

অনেক ঘটনা সময় গেঁথে দেয় মনে,
আবার অনেক ঘটনা ডুবে যায় সময়ের অতলে।

-তাং ১৩/৪/১৭ (বৃহঃস্পতিবার)