ধর্মের নামে যুদ্ধ করে ভাঙাতে মোদের চাও,
ধর্মটাকেই জানো না তাই মিথ্যা কশম খাও।
দেখ খুদার নেক বান্দা আদরের সেলিম ভাইকে,
আল্লার নাম নিয়ে বাচালেন অনেক তীর্থযাত্রীকে।
মারাতে আছে কাপুরুষতা, নিরস্ত্র ধর্মপ্রান,
বাচানোতে সুন্নৎ, খোদা সদা মেহেরবান।
আজ মনটা চাই সেলাম করতে শতশত কোটিকোটি,
গর্বিত মোরা সঙ্গে ড্রাইভার সেলিম ভাই থাকে যদি।
অপার কৃপাময় মহাদেব আর খোদার মেহেরবানি,
বেচে গেল অনেক প্রান, সেলিম ভাইএর জুবানী।
আরো একবার প্রমান হল, মানবতাই সত্যি,
ধর্মশহীদের আত্মার চির শান্তি কামনা করি।