কাম,
কামনায় কামের জন্ম,ব্যভিচারী মন,
পরশ্রী কারতা, অস্থীর জীব্ন।

ক্রোধ,
ক্রোধ হল মানবের বুদ্ধি বিনাশক,
অতি ক্রোধের পরিণতি বড়ই ঘাতক।

লোভ,
লোভে পাপ, পাপে মৃত্যু খনার বচন,
লোভী মানুষ ডেকে আনে সমাজের পতন।

মদ,
মদে মত্ত মানবের, দম্ভ বড়ই সার,
গুরুজনের ভেদা-ভেদ শূন্য বিচার।

মোহ,
অতি মোহ ভাল নয়, বড় পীড়া দায়ক,
আপন জনেও হয়না দুঃখ নিবারক।

মাত্স্রয্য,
মাত্স্রয্য জাগ্রত করে হিংসা প্রবনতা,
উন্নতির প্রধান বাধা, আনে দীনতা।

-তাং ১২/০৪/১৭ (বুধবার)