অবকাশ সর্বদাই দুখদায়ক,
এই চিন্তাই বড় বেদনা দায়ক।
নতুন কে আমন্ত্রন আর পুরাতনের অবকাশ,
এটাই তো কালের বিকাশ।
কিন্তু, কত্তিত্ব ছাড়া বাচা যে দায়,
কারন আছে তাতে অভ্যাসের সায়।
কেন এত সংশয় মনে,
নির্থক নিরাপত্তার হাতছানি গোপনে।
না রেখে জীবনে কোন দ্বন্ধ ,
শুরু হোক নব জীবনে নতুন ছন্দ।