ধর্ম যেথাই মূল অস্ত্র, মন জেতার কাঠি,
উন্নয়ন রাস্তামাঝে দাড়ায় নিয়ে লাঠি।
আজ তোমার মনে পড়ে অগ্রদানীর কথা?
বিচার সূক্ষ্ম করেন জনার্দন জনতা।  

মহানগরীর পথে তোমার সার্থপর সাথী,
সময় বুঝে সরবেন বিজ্ঞ সমব্যথি।
আজ তেনাদের আসল রূপ সবই অচেনা,
ঠিক সময়ে বেরোবে যাবে বন্ধু চেনা।

তখন আবার মহানগরে উপচাবে ভিড়,
নটিজনের নীতিবাক্যে মন নিবেশ গভীর,
তখনো সুবিধাবাদী শাসকের  ঘরে,
ভুলে যাবেন ওনারা যে মরেন অঘোরে।

যে তোমায় রক্ত দিল গেল তার প্রান,
সেইতো বাত্য হল,
তোমার উপস্থিতি প্রমান,
আমি যে মন্ত্রী হব, হবে মোর টাকা,
সেলিব্রিটি তকমায় কথা ন্যকা ন্যকা।