বিজ্ঞানের হাতধরে কর্মক্ষেত্রে সুরক্ষার বিস্তার,
গনতন্ত্রে সমাজে ব্যক্তি সুরক্ষার প্রসার।
সবই আকাঙ্ক্ষিত উন্নত সমাজে।
কিন্ত হায়! কিছু নিকৃষ্ট রাজনীতিজ্ঞ,
উন্নতি করেছে নিজের, সমাজের করেনি।
অনুন্নত হয়েছে সমাজ।
আজ সুরক্ষার পরিভাষা হয়েছে পরিবর্তিত,
অগ্নিযন্ত্র দেয়নি যন্ত্রনা, সেটাই সুরক্ষা,
নেতার ভাইদের কথা মানাই সুরক্ষা,
নির্বাচনী ইস্তেহারে শাসানী পরোক্ষ।
আজ সমাজের সুরক্ষার নামে বাহুবল প্রদর্শন,
উন্নত সমাজ হবে কিভাবে গঠন?
সব রকমারি নির্বাচন-ই নিরর্থক,
কিছু নিকৃষ্টএর জন্য সমাজ আজ কৃরনক।
এক্য হয়ে উতপাটন করতে হবে সমাজ হতে বর্জ্য,
রাজনৈতিক দলকেও হতে হবে স্বচ্ছ।