প্রতিশ্রুতিতো অনেকে করে পাত্তা দিই কই ,
কিন্তু তোমার দেওয়া প্রতিশ্রুতিতে মনে ফুটত খই।
আকাশ পাতাল চিন্তা করে দেখতাম কত স্বপ্ন,
লিখে রাখতাম কবিতা নিয়ে অন্তরের যত্ন।
বিরহে সেদিন আকুল হলাম যেদিন ভাঙল প্রতিশ্রুতি,
মনটা সেদিন খুব খারাপ ছিল, ক্রমে হল অধোগতি।
বিরহের কাটা উপড়ে ফলতে কয়েক বছর লাগল,
জীবনে প্রতিশ্রুতির খেসারত বড়ই দুঃখদায়ক হল।
বিরহে আজো বিসন্ন, মনে পরে সেই অতীত,
প্রতিশ্রুতির খাতায় আকা,আমার অসহায় প্রীত।