র্দীঘ আট ব্ছর অতিক্রান্ত,তুমি এসেছিলে জীবনে।
লেখা হয়েছিল এক নতুন অধ্যয়।
কুমারত্বের বির্সজনে বেজেছিল সানাই।
বরণ হয়েছিল তোমায়, সহর্ধমীনি রূপে।

তারপর স্মৃতির কোটরে লেখা হল,
কত কান্না-হাসির উপখ্যান...

আজ বুঝি তোমার প্রেম মরমে- মরমে,
যদিও, জানি পূর্বে আমি গেলে , তুমি যাবে পশ্চিমে।
চরিত্রে কত বৈপরীত্য , তাই কি এত বৈচিত্ত্য?
ঘাত-প্রতিঘাত চলে কিন্ন্তু প্রেম থামে কই?

বুঝি, কষ্ট পেলে , কষ্ট পাও
আঘাত পেলে আঘাত।
মুখে বলনা কিচ্ছু।
হ্য় শুধু মনের গভীরে প্রকাশ।

আজো পথে দেরী হলে, তোমার মন কেমন করা,
মন পরে থাকে রাস্তাতে।
মনে পরে অভিমানের সকল কথা,
নয়ন ধুয়ে যাই অশ্রুধারায়...

আজো আমার কষ্ট হলে , বুঝে যাও তুমি।
চাওয়া পাওয়া চলে সবই যেন লোকদেখানি।
আশা যে করি তা তুমি  জানো, আমিও তাই,
আশা-র থেকেই তো, ভালবাসা জন্মায়...


-তাং ২/৪/১৭ (রবিবার)