আগেও ছিলে মনের তুমি অন্য সীমানায়,
নতুন করে এলে যেন আমার আঙিনায়।
চঞ্চল মনের হাওয়া লাগিয়ে উড়ে যাও তুমি,
দুদিন কথা তার পরেতে, শান্ত মনভূমি।
টানাপোড়েনের এই জগতে ইচ্ছার বিনাশ,
নিজের কাছেই হেরে যাওয়ার অবিরাম প্রয়াস।
মন চায় বাধন ভুলে হারিয়ে যেতে তোমায়,
সিমানা ভূলে বিচরনে পূর্বরাগের মায়ায়।
জীবন তো অমূল্য সময় আরো দামি,
একটু সময় কাটাতে এতো কেন মনমানি?
এসো না হারায় আমরা হারিয়ে দুনিয়াটাকে,
সুখ দুখের ভাগি হয়ে থাকি সবার অলক্ষে।
মন যা চায় তাই যেন পায়, এমন দিনের খোজে,
রও না আমার সাথি হয়ে, না হয় মিলব অন্য জগতে।