ভাল নেই মনটা আজ,
মনে লাগে না কোন কাজ।

অবাধ্য আমার মন,
সতত চিন্তাতেই মনন।

আমার হৃদয় আজ,
শতছিন্ন, লাগবে কি বিরাজ।

অনেক প্রলেপের দাগ বয়ে নিয়ে যায়,
অনেক গভীর ক্ষত সৃষ্টি হয়।

জানি না কি হয়েছে,
তবে মনটা ভাল নেই আজ।