নিছক আবেগের বশে,ভবিষ্যতের জলাঞ্জলি?
অহেতুক ন্যায়-অন্যায় নিয়ে চিন্তা-ভাব্না?
ভবিষ্যতের প্রজন্মের কাছে তাচ্ছিলের বিষয়?
ফারাক পড়ে না আমার, আমি তো মাতৃহ্ন্তা!
যে দেশে চাষ, সেই দেশেই বাস,
যে দেশের মাটিতে লালন, বায়ুতে শ্বাস,
যে দেশের পানীতে প্রান, নামেতে মান।
সেই দেশের , দশের সাথে গদ্দারী!
ফারাক পড়ে না আমার, আমি তো মাতৃহ্ন্তা!
নিজের আখের গোছাতে ,হতে হবে সমাজের মাথা।
তাবেদার জোটাতে হবে, ধরবে মাথায় ছাতা।
বাহুবল বাড়াতে হবে, সায়েস্তা করতে বক্তা।
নেতা জন্মালেই বিপদ, করতে হবে হ্ত্যা।
অত্যাচারের সহজ উপায় , খোজো নরম জায়গা।
ফারাক পড়ে না আমার, আমি তো মাতৃহ্ন্তা!
-তাং ৫/৪/১৭ (বুধবার)