অদ্ভূত লাগিলেও সত্য ইহা জান,
ক্ষমতার নেশা, বিষের অভিজ্ঞান।
নি:শব্দে প্রাণঘাতী, প্রভুত্বের যুক্তি,
ক্ষমতা অধিকারে, নেই কোন সমাপ্তি।
বিশ্ব জয়ের নেশায়, অনেক বলিয়ান,
নেপোলিয়ান,আলেকজেন্ডার দিয়েছে প্রাণ।
সীমাহীন ক্ষমতা, করে বুদ্ধিলোপ,
মহান হওয়ার নেশায় রক্তপাতের শোক।
তার থেকে উত্তম, ক্ষুদ্র সমাজসেবা,
নামযশ, গরীবের কষ্টে প্রলেপের দাওবা।
পায় না ঠাঁই ঠিকই ইতিহাসের বইয়ে,
কিন্তু পায় আশিস থেকে গরিবের হৃদয়ে।
মনের শান্তির থেকে না, প্রাপ্তি বড়,
মানবের হৃদয়ে ভালবাসা সিঞ্চন করো।
হিন্দি শব্দঃ
দাওবা > ঔষধ