এইতো সেদিন ঝর্না তীরে, বসে তোমার সাথ,
সঙ্গে ছিল চিনে বাদাম আর খুনশুটির রাত,
হটাৎ এক দমকা হাওয়ার চৌচির স্বপ্ন,
তোমার বাবার রোশে মোদের প্রেম হল বিপন্ন।
তারপর বিচ্ছেদ আর বিরহের পালা,
চৌধুরীর ছেলের দেওয়া আমার হাতে পলা,
তোমারোও কৃচ্ছসাধন আর শরীরের অবহেলা,
আমার কৃষ্ণের এলো অকাল মৃত্যুবেলা।
তাই, চৌধুরীর ছেলে যখন আজ জোর করে,
কৃষ্ণের রাই আজ বলে উচ্চস্বরে,
"দিয়েছি শরীর মন না।
মনের খাতায় লেখা আছে, অন্য ঠিকানা"।