সুখে সাথ সকলে দেয়, এটাই যে ধর্ম,
দুখে সকলে সঙ্গ ছাড়ে,এটা কি কর্ম?

জীবনে কালচক্রে পুরুষের কত দশা,
কখনো হস্তিসম, কখনো নিকৃষ্ট মশা।

প্রকৃত বন্ধুর হদিস যেন তখনি মেলে,
অতি উত্তম যদি হয় প্রেয়সীর ছলে।

পাহাড় প্রমান চিন্তাও তুচ্ছ জ্ঞান হয়,
মন-মানুষের মনোবল ভাঙিতে নয়।

ক্ষতে দিও প্রলেপ হে অনন্য প্রেয়সী,
দুখে দিও সাথ, হে মোর শ্রেয়সী।

মৃত্যুকেও তুচ্ছরূপে হেলায় হারাতে পারি,
তোমার আনন্দোস্রুর যদি হই অধিকারী।