বিলক্ষন দিয়ে ছিলে সুযোগ মন হারানোর দিনে,
ছিলে বিভোর আনমনে।
খাঁচা ছিল ছোট বোধ হয় তাই বিদ্রোহের সুর,
মন আজো বেদনা বিধুর।
পথে হল দেরী, তাও আবার তপ্ত মনের দেশে,
সৌজন্য শব্দচয়নের শ্লেষে।
আকঁড়ে না ধরার চিরকালের নিরবিচ্ছিন্ন ক্ষোভ,
ইহকালের নির্মোহ লোভ।
তাও পারো যদি, দাঁড়িয়ো একটু ক্ষমার ছলে,
অনতিকাল থাকবো নিস্পলকে।