হায় এ সংসার,নাই কোন সার, শুধুই অসার।
প্রতিবাদের ভাষা আজ ভোঁতা,কেঁদে যায় বিচার।

কেন আজ আমাদের কন্ঠে প্রতিবাদের অভাব,
এটা কি কাজীর মাটির স্বভাব?

বিদ্রোহে যার অগ্নিবিনা, আহবানে ভঙ্গুর লোহ কপাট,পাষান বেদী।
সেই বাঙালী সামান্য প্রতিবাদে, পরেছে আজ চিন্তাবেড়ি?

ওই দেখ ওই সাহসী শিশু অকুতোভয়ে কেমন শুধায়,
সাত-পাচ না ভেবে বলতে পারে রাজা তোর পোষাক কোথায়?

দুখুকবির কৃপায় এটুকু বিশ্বাস আছে মন- প্রানে,
শূন্য থেকে করতে পারি শুরু,  কবির বিদ্রোহের টানে।