মনের ভাষা, প্রানের ভাষা, ভাষার অনেক রকম,
যে ভাষায় প্রকাশ আমি, সেই বাংলায় ভাষায় জীবন।
যে ভাষাতে কথা শিখেছি, শিখেছি হাসি ও কান্না,
সে ভাষায় ধরে মনে, প্রানে জাগে নতুন তামান্না ।
যে ভাষায় ঝগড়া ঝাটি, কলরব আর হইহুল্লোর,
সে ভাষায় স্নেহ, মায়া- মমতা, আর যুক্তিতে বিভোর।
যে ভাষায় শিখি প্রথম কাকে বলে সহ্য,
অব্যক্ত মনের মাঝে তোমাকে রেখে উহ্য,
এই ভাষাতেই শিখেছি প্রথম ভালবাসার অনুভূতি,
ঘৃনাও ভরেছিল প্রানে, এই ভাষার অভিব্যক্তি।
সান্তনা, অনুরোধ, উপরোধ আর অবগ্যার জ্বালা,
অনুনয় মানভঞ্জন সবই এই ভাষার খেলা।