আষ্টেপৃষ্ঠে আবৃত সর্পিল সনক,
বিজারিত ক্রোধের আসক্ত জনক।
কুর্নিশ তোকে ও বিশব জননী,
বেছে বেছে পেলি মোরে সহ্যসায়নী।
ভিক্ষা ভিক্ষা চাহি কিছু মৃত্যুর,
অবাঞ্ছিত জীবের চিতাই আতুর।
আমি কালকেতু না ছাড়িব,তোর দরবার,
হাসিল না ক রে কিছু অবাঞ্ছিত বিকার।
আমি কি চাই, হ্যা, আমি চাই তার মৃত্যু,
যে ভাবেননি তার পাপ, করবে ছাড়খার,
ক্ষতি হবে তার, যে বাড়ছিল জঠরে, অবিচলে,
সে করল তাকে সমাপ্ত,
আমি চাই জলুক সে আমার ক্রোধের আগুনে অবিরত ।
সে করেছে মোরে "জীবিত মমি"।