শতাব্দী প্রাচীন প্রস্তরখন্ড আমি,
অজস্র্য ইতিহাসের সাক্ষী ।
আমি ক্লান্ত , বিষণ্ণ, পরিশ্রান্ত ,
মানুষের রক্ত,কান্না আর হাহাকারে।
চেংগীস খাঁ থেকে আজ অব্দি কতকিছুর ঘনঘ্টা ,
য্ত দিখেছি তত অবাক হয়েছি।
শক, হুণ , পাঠান , মোগল , ইংরেজ পেরিয়ে,
যেদিন ভাবলাম এবার পরাধীনতা ঘুছলো।
আজ থেকে আর লড়াই করবেনা মানুষ,
কবির মতো গাইবে সাম্যের গান।
কিন্তু তার পরেই শুরু হল রায়ট,
দেখি কালকে যারা ছিল ইংরেজদের বিরুদ্ধে ,
তারাই আজ লড়ছে।
আবার ভুল প্রমানিত হলাম আমি,
রায়টের পর এল মনমন্মন্তর।
মানুষের হাহাকারে আমারও কান্না পেল,
কিন্তু বাবুদের তাতে থোরাই কেয়ার।
দুমুঠো চালের জন্য যখন মানুষ কাঁদছে,
তখন অন্য এক্দল, নিজের আখেরে ব্যস্ত।
তার উপর আবার সেনার শাসন,
বক্ষ বিদারিত অত্যাচার,
সব শাসকে হার মানাই।
কোথায় বদলেছে যুগ, সময় , রাজা?
সিংহাসনে বসে সবাই রাবণ।
তারপর ভাষা বিপ্লবের সাক্ষী হলাম,
ভাষার জন্য লড়াই করে ছিনিয়ে নিল অধিকার।
এই প্রথম লড়াই জিতে খুশী হল মন।
জন্ম নিলো স্বাধীন বাংলাদেশ।
জয় বাংলার জয়...
-তাং ৩১/০৩/১৭ (শুক্রবার)