গ হ ন অরন্যে মোরা বিস্তির্ন অঞ্চল,
বন্যদের এ এক বিশাল মুক্তাঞ্চল।
তবু কোথায় যেন অসমাপ্ত।
বাঘ, হরিণ,চিতা,হাতি,গোসাপ আরো কতকিছু,
এই বিশাল মেলায় মানুষ ছাড়া সবাই আমন্ত্রিত।
তবু অনাধিকার প্রবেশ, অহ র হ।
শান্ত জীবন বিরক্ত করে মোটরের আওয়াজ,
কোথাও নেই শান্তি, ভুলেছি কবির আহ্বান,
বন্যরা বনে সুন্দর।
শুধু একটাই পার্থ্না,
বেচে থাকো যুগ যুগ ধরে,
হে জিম করবেট।