ইতিহাসে যে রাজা আমার কাছে ভাল,
তোমার কাছে খারাপ, হতে পারে পাগল।
তোমার কাছে যে দক্ষ শাসক,
আমার কাছে সেই প্রতারক।

ইতিহাসকারেরা দেশ বুঝে বানাই ইতিহাস,
তাদের কেউ ইতিহাসকে পরিবেসন করতে হয়।
আমূল পরিবর্তন না হলেও, থাকে সহানুভূতির ছোঁয়া
কথার বৈচিত্তে ক্রর রাজা হয় সূরবীর যোদ্ধা।

একদেশের লোক যাকে নিয়ে করে মাতামাতি,
তার কথায় অন্য দেশে হয় হাতাহাতি।
মানুষই ইতিহাস বানায়, কালচক্র নয়,
আসল ইতিহাস হারায় ইতিহাসের পাতায়।


-তাং ৭/৪/১৭ (শুক্রবার)