প্রেমের পরিভাষা পরিবর্তীত ক্ষনে ক্ষনে জনে জনে,
সুখের সাথী একজনে, অত্যাচারী  অন্যজনে,
সুখসঞ্চারী সুজনে, আবার অসুখ বিজনে।
সুখানুভূতি প্রিয়জনে, আর দুঃখজনক কুজনে।

আজ যা প্রেম, কাল সে বিরহ
কিন্তু অনুভূতি, সে তো নয় ত্যজ্য,
বিচার কি হতে পারে ন্যজ্য?

কারু নিমিত্ত প্রেম সরস, অন্যজনে শুস্ক,
এতো হৃদয়ের কারবার, বাধসাধে মস্তিস্ক।

আবার কাল যে ত্যজা,
আজ সে ভার্যা,
কাল চোখের বালি,
আজ বনমালি।

কারণ,
প্রেমের পরিভাষা পরিবর্তীত জনে জনে ক্ষনে ক্ষনে।