বাড়াও বাড়াও কলেবর যে কোন অছিলায়,
যেমনটি বাড়িয়েছিল ডাইনোসর গডজিলায়।

ছোট মাছকে বড়তে খায় এই তো নিয়ম,
মানুষও কি আর এর ব্যতিক্রম?

ছল আছে, বল আছে, আছে ধর্মাউন্মাদনা,
সব সমগোত্রের হলেই কি আসবে সমবেদনা?

আসলে অন্তর্নিহিত, ব্যবসা চলে সদায় মনে,
অর্থ, আমোদ, বাহুবলে মদমত্ত আচরনে।

জান্নাতের সুখ নেব লুটে পুটে এথায়,
জান্নাতের কথাতো আছে শুধু লেখায়।

বাকি সব জাহান্নামে যাক, সবকটা হাভাতে,
"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে "!