অস্তিত্বটাকে রাখবো বলে, যদি বলি কোনো কথা,
কথার জালে জড়িয়ে পরে, হয় হীনমন্যতা।
অনেক দিনের অভ্যাসটা বদলে দিতে হয়,
জীবন যুদ্ধে চলতে গেলে কি জীবন নিতে হয়?
“কথা বলতে নাই স্বাধীনতা” বলে, চিৎকার করেন অনেক গুণী,
আসলে সবাই জাহির করে, তাদের মুক্ত মনি ।
অনেকে নিজেকে জাহির করে বলে, আমি অনেক বড়ো কবি,
কিন্তু, সব কবিতায় প্রকাশ পেল তাদের তাঁবেদারির ছবি ।
মুক্তমনা বলে কবি ছড়ায় বিদ্বেষ,
সবই জাহির করার উপায়, ভন্ড সাধুবেশ ।
চিৎকার করে “সাহিত্য-দূষণ” করে তারা বলে,
অসুবিধা নেই তাতে কারু, সব চিন্তায় চলে ।
"অভিশাপ" শুধু আমার মতে এটাই সমাজ জীবন,
এমন কবিতায়, জ্বলে হৃদয় - ভরে নাকো মন ।
কারণ, যখন আমি ছিলাম ক্ষুদার্ত নিয়ে শুন্য বাটি,
তুমি ছিলে ব্যাস্ত অট্টালিকায় , করতে এই সব কেরামতি।
-তাং ২৫/০৩/১৭ (শনিবার)