আন্তরিক আমরা কই সহৃদয় ভাবে,
অন্যয় আবদার করি কচিকাঁচার স্বভাবে।

আকাঙ্ক্ষা করি আকাশকুসুম, তুলনা হরদম,
স্বপ্নএর কোন শেষ নেই,  শুধু মাথা গরম।

সহ্য উয্য থাকে ছোট শিশুপ্রানে,
নাভিশ্বাস করে তুলি,বিস্তর বাখানে।

শিশুদের শৈশব শিকারি মোরা,
করে তুলি শিশুকে গোবেচারা।

শিশু যিশুর বেশে, ত্রাহি রব ছাড়ে,
তবু পীড়ন চলে, অন্যয় অবিচারে।

কবে এই জ্বালার হবে নিরশন,
ছাড়িব কবে মোরা প্রতিযোগী মনন।

হায়!এ ধরা তুমি শিক্ত করো প্রেমে,
শিশুরা নিস্তার পাক অসম উতপীড়নে।