এ খেলা কেমন খেলা বুঝতে পারল না যে দেশ,
ইতিহাসের পাতা থেকে একদিন হবে সে শেষ!
আগ্রাসনের মোহে মাতস্যন্যয় কি বড়দেশেরই সাজে?
দেশ দখল আবার বানিজ্যেও থাবা সবই হয়
অক্লেশে।
দাদাগিরি কি শুধু পাড়ার মোড়ে সীমাবদ্ধ,
আজ গোটা বিশ্ব এই রোগে আক্রান্ত।
কত উদাহরণ দেব, সেতো হবে না যে শেষ,
সুদূর ফিনল্যান্ড থেকে বাণিজ্য আজ লালদেশে বেশ।
সবাই বলবে এটা প্রতিযোগিতার যুগ,
অন্দরে চলে কত সমীকরণের বুঝ।
সাম্রাজ্যবাদ প্রাচীন রীতি বর্তমানে ত্যাজ,
যুক্তিবাদ চলছে শুধু বইয়ের পাতায় গ্রাহ্য।
লালদেশ আগ্রাসন করলে হয় সাম্যবাদ,
তেলের দেশে বোম ফাটলে নিপাত জঙ্গিবাদ।
সমাজবাদের পাঠ পড়াই আমাদের লালমুনি,
লালদেশের সমর্থনে উপচায় জ্ঞানের খনি।