গড়পেটা সব ছল-চাতুরি, বড় সুযোগের তালাশ,
জনগনের টাকা-মন নিয়ে হয় এদের বিদেশ বাস।

বলতে পারো, কটা নেতা আজ আব্দুল গফ্ফর হয়?
বিনয়-বাদল-দিনেশের মত কে অত্যাচার সয়?

মুর্খ হয়েও মুখ্যস্থানে যাওয়াই রাজনীতি,
কুবাক্য, কুচিন্তায় বিদ্যানের খোসামোদি।

তলায় তলায় যোগসাজিসের আছে অনেক প্রমান,
জনগনের রক্ত দিয়ে এরা জিবিকা বাঁচান।

গড়পেটা সব রাজনীতিতে  চলে মুখোসের সংসার,
একদলের লোকে হাতে থাকে অন্যদলের রাশ।

-তাং ২৬/৫/১৭ (শুক্রবার)