কবি তোমায় দেখি যত অবাক হই তত,
বুঝিনা,
বিদ্রোহী চেতনা তোমার লুপ্তপ্রায় না গত?
প্রতিবাদের ভাষা তোমার দিয়েছ বন্ধক,
চিত্রনাট্য আকে শাসক "ভূতের ভবিষ্যত"।
কাল যে বন্ধু ছিল লিখেছিলে গান একসাথে,
শাসকের নির্দেশেতে তফাত রাখো রাস্তাতে?
বন্ধ হল বন্ধুর চিত্রনাট্যের পালা,
আজ তুমি মুচকি হেসে করো হেলা ফেলা।
চিত্রকরে চিত্র করে, কবিতে কবিতা,
এ শাসকের রাজ্যে ভূতের নগ্নতা।
শঙখচিলের গালে চুমু, শাসকের পদলেহন,
কাল কে পুছবে কে? মুখ্য হবে চাটুকারিতার ওজন।
কালকে আবার দল বদল পেটে তো সইবে?
পাল্টা সইবার নীতি, কর্নে বিধিবে?