আগুন জ্বালো মনে শিক্ষারই বলে,
মিথ্যা করে বোকা বানানোর যুগ হয়েছে শেষ,
মধ্যযুগের ফতোয়া দিয়ে ব্যবসা হবে না বেশ।

যুক্তি দিয়ে বোঝাও তাদের, যাদের দায় বেশী,
ভুল বোঝানোর ব্যবসায় শ্রম বাচানোর কারসাজি।

বংশ পরম্পরায় চলে ধর্মের নামে ব্যবসা,
তাতে সমাজ গোল্লায় যাক, আমার কিসের চিন্তা।

রক্তবীজের মত কিলবিল করুক অপুষ্ট নরনারী।
সবাই আমায় ভগবান ভেবে বাধাক কেলেঙ্কারি।

পৃথিবী টাতে ভরিয়ে দেব এচিন্তার জনগনে,
আমার চেয়ে শ্রেষ্ঠ আর নেই কেউ এসংসারে।

পৃথিবী যতই ছোট পড়ুক ধারন আর ধরনে,
ঠিক বেচে  রইবে অসংখ্য জীব অশিক্ষার আড়ালে।

শিক্ষাটাকে বেধে দেব বাধা নিষেধের শিকলে,
উন্নত চিন্তা যেন না আসে কারুর মনের মাঝে।

তাই, অনেক হইয়েছে,
আর না এবার,
আগুন জ্বালো মনে শিক্ষারই বলে।