স্বপ্ন সেজে আসিল সময় ঝুল বারান্দাটার পাশে,
তন্দ্রা মেখে, তোমায় যেন অঙ্কদেশের আবেশে,
পরশ যেমন তপ্তমধুর এই শীতল পরিবেশে,
ওমোত্তাপ লাগে শরীরে, প্রেমের প্রকাশ মাঝে।
শরীরের সাথে মনও যখন, নাচে পাগলপারা,
মুক্ত হয় লজ্জা যেন, বিহঙ্গ আত্মহারা,
শীতলতায় উত্তাপ আর উত্তাপে শীতলতা,
স্বপ্ন সেজে এসেছিলে তুমি, আমি হ্রদয়হারা।