বুঝিয়াও বুঝিনা আমি, নিজেদের ভাল,
ধর্মের ঠুলি আছে চোখে, ধোকেনি গো আলো।
ধর্ম সব, ধর্ম রব, ধর্ম মোর প্রান,
ধর্ম ছাড়া কি বাচা যাই, নেই এর বিরাম।
ধর্মের বিচারে আমি হিন্দু, তুমি মুসলমান,
মানুষ মানে দুজনেই কি নই সমান?
আজ আমি হিন্দু বলে এক দেশে নিপিড়ীত,
অন্য দেশে মুসলিম বলে তুমি বিতারিত।
এর থেকে এমন দেশ কেন না খুজে পাই,
যেথাই ধর্ম না হবে মান দন্ড, সেথাই মান-হুস সবাই।