পুরাণ-কোরান-বাইবেল যেন একসূত্রে গাঁথা,
দান-ধ্যান-সাহায্যে সমাজে সাম্যের সমাধা।

শ্রাস্ত্রে বিধিত  কলিতে  দান হবে  তিন প্রকার,
নিঃস্বার্থ দান গন্য হবে সর্বপরি উপহার।

অন্যপ্রকার দানে, দান তো থাকে,
দানের অন্দরে প্রচারই বেশী হাঁকে।

নিকৃষ্ট দান তুমি সেটা দান নয় জেন,
লাভের অভিসন্ধি থাকলে অর্থপিপাশু মেন।

দান বড়ই উচ্চমার্গ পথ জেন মোক্ষলাভের,
একহস্ত যেন না জানতে পারে দান অপরহস্তের।

সব ধর্মের মূলমন্ত্র একই সূত্রে বাঁধা,
"শান্তি" আর "সঠিক পথের" উত্তর পাবে হেতা।